নিউজ প্রাচ্যের ডান্ডি, ফতুল্লা প্রতিনিধি: নারায়ণগঞ্জ সদর সাবেক উপজেলার চেয়ারম্যান হাফেজ মোক্তার হোসাইনের (২৯ নভেম্বর ) ২৬ তম মৃত্যু বার্ষিকী বুধবার।
সূত্রে জানাযায়, নারায়ণগঞ্জসদর সাবেক উপজেলার চেয়ারম্যান হাফেজ মোক্তার হোসাইন এর ২৬ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে (২৯ নভেম্বর) মরহুম হাফেজ মোক্তার স্মৃতি সংসদ এর উদ্যোগে আলীগঞ্জসহ বিভিন্ন মসজীদে কোরআন খতম ও মিলাদ দোয়া পড়ানো আযোজন করেছে।
পরিবারের পক্ষ থেকেও মিলাদ ও দোয়া পড়ানো হবে। উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা মরহুম হাফেজ মোক্তারের ভাই আলহাজ্ব আতিকউল্লাহ আতিক সবার কাছে মরহুম হাফেজ মোক্তার হোসাইন এর জন্য নারয়ণগঞ্জসহ সকল এলাকার মানুষের দোয়া চান। তিনি অত্যান্ত মেধাবী একজন জনপ্রতিনিধি ছিলেন এমনটাই বলেন ফতুল্লাও আলীগঞ্জ বাসী ।