নিউজ প্রাচ্যের ডান্ডি, বন্দর প্রতিনিধি: বন্দরের চর ইসলামপুরে অবস্থিত সামসুজ্জোহা এমবি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে এবারের এসএসসি পরীক্ষায় সাফল্য অর্জন করেছে। এ বিদ্যালয়ে পাশের হার ৯৫.৬১, জিপিএ-৫ পেয়ে ৪ শিক্ষার্থী। ১শ’ ৪৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে উত্তীর্ণ হয়েছে ১শ’৩৩ জন। এ বিদ্যালয় বন্দর ও সোনারগাঁ উপজেলার মধ্যে ২য় স্থান অধিকার করে। বর্তমান এমপি সেলিম ওসমানের অর্থায়নে এ বিদ্যালয়ে অবকাঠামোর ব্যাপক উন্নয়ন করা হয়েছে। মনে হবে শিক্ষার্থীরা ঢাকার কোন উচ্চ মানের শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়ন করছে। এ বিদ্যারয়ের সভাপতি মহিন উদ্দিন বলেন, অনেক চেষ্টা ও তদরকির ফলে এ বিদ্যালয় এ সাফল্যে এসেছে। তার পরে এ এলাকায় বন্দরের সবচেয়ে বেশী নিন্ম আয়ের লোকজন বসবাস করে। তার পরে আমরা কোন মেধাবী শিক্ষার্থী পাইনা। অল্প খরচে ও এবং কঠোর তদরকির মাধ্যমে শিক্ষাদান করতে হয়। আশা করি আগামীতে আমরা জেলার মধ্যে শ্রেষ্ট হতে চেষ্টা করব। আমি দিন রাত শিক্ষার মান উন্নয়নে এবং সেলিম ওসমানের সুনাম রক্ষায় কাজ করে যাচ্ছি। এমপি সেলিম ওসমান এ এলাকার মানুষদের অধিক ভালবাসের বিধায় এ সকল নিন্ম এলাকায় উন্নত মানে স্কুল গড়ে দিয়েছেন। তিনি শিক্ষার্থীদের ভালবাসেন এবং তিনি ছাত্রবন্ধু। আমরা এ বিদ্যালয় থেকে দেশের গর্বিত নাগরিক গড়ে তোলার জন্য পরিশ্রম করে যাচ্ছি। আমাদের শিক্ষক মন্ডলীরাও এলাকার শিত্ষর্াীদের ভবিষ্যত গড়ার লক্ষ্যে দিন রাত পরিশ্রম করে যাচ্ছে।