স্টাফ রিপোর্টার: মেজর সিনহা হত্যা কান্ডকে কেন্দ্র করে একটি সাম্প্রদায়িক গোষ্ঠী দেশের হিন্দু সম্প্রদায়ের পুলিশ কর্মকর্তা, বিভিন্ন স্তরের হিন্দু সরকারী উর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে কুৎসা রটানো, দেশদ্রোহী, ভারতের চর ইত্যাদি আখ্যা দিয়ে সাম্প্রদায়িক বিদ্বেষ, উস্কানী এবং হিন্দু সম্প্রদায়ের জীবন অতিষ্ঠ করে তোলার প্রতিবাদ এবং দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নারায়ণগঞ্জ মহানগর শাখা।
শুক্রবার (২৮ আগষ্ট) সকাল ১০ টায় নগরীর চাষাড়া এলাকায় অবস্থিত নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নারায়নগঞ্জ মহানগর এর সভাপতি খোকন সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারন সম্পাদক শোভন দাস, সিনিয়র উপদেষ্টা নয়ন সাহা, ধর্ম বিষয়ক সম্পাদক সত্যজিৎ পাল সাধু, সহ সভাপতি উত্তম সাহা, সাংগঠনিক সম্পাদক সুরুজ দাস, কোষাধ্যক্ষ মানিক দাস প্রমুখ।
মানববন্ধনে খোকন সাহা বলেন, ‘কক্সবাজারে পুলিশের গুলিতে নিহত মেজর সিনহা হত্যা কান্ডকে কেন্দ্র করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে হিন্দু সম্প্রদায়ের পুলিশ সহ সরকারী কর্মকর্তাদের বিরুদ্ধে একই সঙ্গে সমগ্র হিন্দু সম্প্রদায়ের ধর্ম, দেশপ্রেম নিয়ে একটি গোষ্ঠী কটাক্ষ ও ধর্মীয় জাতিগত বিদ্বেষ ছড়িয়ে প্রশাসন থেকে হিন্দু সম্প্রদায়কে সরিয়ে দেওয়ার নীল নকশা করছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের পূর্বেই দোষীদের দ্রুত শাস্তির আওতায় এনে বিচারের দাবী জানাচ্ছি।’
শোভন দাস বলেন, ‘মানুষের হাতের পাঁচটি আঙ্গুল যেমন এক সমান নয়, তেমনি একজন ব্যাক্তির অপরাধ করাকে কেন্দ্র করে গোটা হিন্দু সম্প্রদায়কে নিয়ে কটাক্ষ করাও সমুচীত নয়। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে সকল ধর্মের মানুষ সমান ভাবে সকলের সাথে মিলেমিশে বসবাস, উৎসব-পার্বন উদযাপন করে আসছে। যা অন্যান্য দেশের তুলনায় নজিরবিহীন। অথচ, এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্টের লক্ষ্যে একটি গোষ্ঠী হিন্দু সম্প্রতি মাথাচড়া দিয়ে উঠছে।’
তিনি আরও বলেন, ‘আমরা হিন্দু সম্প্রদায়ের লোক বলে কোন ভারতীর চর নই। আমরা বাংলাদেশী, এটাই আমাদের মাতৃভূমি, আমাদের পরিচয়।’