নিউজ প্রাচ্যের ডান্ডি, সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: সিদ্ধিরগঞ্জে পূর্ব সাহেবপাড়া উন্নয়ন সমিতির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে পূর্ব সাহেবপাড়াস্থ আনোয়ার ট্রেনিং সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সমাজসেবক ফজলুল হক মিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিক ২নং ওর্য়াড কাউন্সিলর মোহাম্মদ ইকবাল হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সাহেবপাড়া পঞ্চয়েত ডেবলপমেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক মতিন মাস্টার, শহিদুল হক জন্টু, ইলিয়াছ হোসেন, আবু সাঈদ শিপন, আবুল হাশেম, সাজ্জাদ হোসেন ও জসিমউদ্দিন প্রমূখ। এসময় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ ইকবাল হোসেন বলেন আপনার আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের পাশে থেকে সব সময় উন্নয়ন করে যেতে পারি। ইতিমধ্যে পূর্ব সাহেবপাড়া এলাকায় রাস্তা নির্মান কাজ শুরু হয়েছে ভবিষ্যতে আরো রাস্তা করা হবে। আপনারা পূর্ব সাহেবপাড়া এলাকায় বসবাসরত বাড়ির মালিক ও ফ্লাটের মালিক যারা আছেন আমি চাই আপনারা আমাকে সহযোগিতা করেন আমি যেন ঠিকমত উন্নয়ন করতে পারি। অনুষ্ঠান পরিচালনা করেন মোবারক হোসেন খান।