নিউজ প্রাচ্যের ডান্ডি, সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: সিদ্ধিরগঞ্জে খালার বাড়ীতে বেড়াতে এসে নিখোঁজ হয়েছে ১২ বছরের বুদ্ধি প্রতিবন্ধি শিশু মোঃ মেহেদী হাসান। সে চাঁদপুর জেলার মতলব থানাধীন দক্ষিণ রামপুর গ্রামের মোঃ আমীর হোসেনের ছেলে। গত ১৯ ফেব্রুয়ারি বিকাল ৫ টায় সিদ্ধিরগঞ্জ মজিববাগ এলাকার শাওন মঞ্জিলে তার ছোট খালার ভাড়া বাসা থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ রয়েছে শিশু মেহেদী। এ বিষয়ে এলাকায় মাইকিং করাসহ নানা ভাবে খোঁজাখুজি করে না পেয়ে ২০ ফেব্রুয়ারি সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডাইরি করেন শিশু মেহেদী হাসানের নানী হাফিজা বেগম।
মেহেদী হাসানের নানী হাফিজা বেগম জানান, আমার নাতী মেহেদী একজন বুদ্ধি প্রতিবন্ধি। গত সোমবার আমার ছোট মেয়ের বাসা থেকে বের হয়ে আর বাসায় ফেরেনি। আমরা বিভিন্ন স্থানে খোঁজাখুজি করছি কিন্তু তার কোন সন্ধান পাচ্ছি না।