নিউজ প্রাচ্যের ডান্ডি, সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: সিদ্ধিরগঞ্জে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ২নং ওর্য়াড ও নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড বালুরমাঠ প্রঙ্গনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন মিয়া। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাহাদাত হোসেন ভূইয়া সাজনু।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ-সভাপতি সিব্বির আহামেদ, আনোয়ার হোসেন আশিক, হাজী জহিরুল হক, ইলিয়াস মোল্লা, মতিউর রহমান মতি, কাজী আব্দুল্লাহ, মহিবুল আলম কৌশিক, তানভীর আহাম্মেদ রনি, শেখ জামাল, নুরুজ্জামান, ফারুক আহামেদ, বাসেদ, সরল ও জিসান গজী প্রমূখ। অনুষ্ঠানটির পরিচালনা করেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ-সভাপতি আনিসুর রহমান ও সাকিব আমিন শাকিল।