নিউজ প্রাচ্যের ডান্ডি, সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: নারায়নগঞ্জে ১৫’শ পিছ ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার সাড়ে ৭টা থেকে রাত রাত সাড়ে ১১ পর্যন্ত নাসিক ৪নং ওয়ার্ড সিদ্ধিরগঞ্জ হাউঞ্জিং এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- মং (৩৫), ফরিদ (৩২), কবির (৩৩) ও মুক্তা (৪২)। তাদের বিরুদ্ধে মাদক আইনে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার এসআই রাসেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাউঞ্জিং এলাকায় ওসি আবদুল সাত্তার মিয়ার নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ওই ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা সীমান্তবর্তী এলাকা কক্সবাজার থেকে ইয়াবা এনে জেলার বিভিন্ন উপজেলায় পাইকারী বিক্রয় করতো।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (ওসি) আবদুস সাত্তার মিয়া ইয়াবা উদ্ধারসহ মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের জিহাদ অব্যাহত থাকবে। পাশাপাশি সিদ্ধিরগঞ্জ থানা এলাকা মাদক শূন্য করার জন্য সকল পুলিশ সদস্য কাজ করছে।