নিউজ প্রাচ্যের ডান্ডি, সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: সিদ্ধিরগঞ্জের ৪নং ওর্য়াডে রাস্তা ও ড্রেন নির্মান কাজের উদ্বোধন করেন নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।
বুধবার সকালে সিদ্ধিরগঞ্জের শিমরাইল শিশু কানন প্রি-ক্যাডেট হাই স্কুল থেকে ডেমরা সড়কের মোড় ও টাইগার রি-রোলিং মেইল থেকে হাকিমের বাড়ী পর্যন্ত এ রাস্তা ও ড্রেন নির্মান কাজের উদ্বোধন করা হয়।
এসময় অন্যান্যদের মধ্য আরো উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিকলীগের সাবেক সভাপতি আব্দুল মতিন মাস্টার, নাসিক ৪নং ওর্য়াড কাউন্সিলর আরিফুল হক হাসান, ৪,৫,৬নং ওর্য়াডের সংরক্ষিত নারী কাউন্সিলর মনোয়ারা বেগম, শিমরাইল ডি,এস,এন,এস, আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফরিদউদ্দিন আহামেদ, শিশু কানন প্রি-ক্যাডেট হাই স্কুলের অধ্যক্ষ মজিবুর রহমান, আবুল হোসেন, আয়উব আলী, জহিরুল ইসলাম, শফিকুল ইসলাম ও আমিনুল ইসলাম প্রমূখ।