নিউজ প্রাচ্যের ডান্ডি: নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রাব্বী মিয়া বলেছেন, আগামী ৩০ তারিখের একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠভাবে আয়োজন করা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব।আগামীর প্রজন্ম যাতে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সুখি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারে সে লক্ষ্যে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে জাতীয় নির্বাচনে নিজেদের উপর অর্পিত দায়িত্ব সুষ্ঠভাবে পালন করবো। সকলের সহযোগিতায় একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে আমরা বদ্ধ পরিকর। নির্বাচনের সার্বিক নিরাপত্তার জন্য নিয়মিত বাহিনীর সাথে নারায়ণগঞ্জে আরো যোগ হয়েছে বিজিবি। প্রয়োজনে তারাও নিয়োজিত হবে আইন শৃঙ্খলা রক্ষার কাজে।
জেলা সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম আইানশৃঙ্খলা কমিটির বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রবিবার (৯ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রাব্বী মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মো: হারুন অর রশিদ পিপিএম, বিপিএম, সিভিল সার্জন ডা. এহসানুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জসিম উদ্দিন হায়দার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজাউল বারী, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো: সেলিম রেজা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো: মনিরুল ইসলাম, এনডিসি জ্যোতি বিকাশ চন্দ্র, জেল সুপার সুভাষ কুমার ঘোষ, র্যাব-১১ এর সিনিয়র এএসপি জসিম উদ্দিন চৌধুরী, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা হোসনে আরা বীনা, বন্দর উপজেলার নির্বাহী কর্মকর্তা পিন্টু বেপারী, রূপগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা আবুল ফতেহ মোহাম্মদ শফিকুল ইসলাম, আড়াইহাজার উপজেলার নির্বাহী কর্মকর্তা সুরাইয়া খান, সোনারগাঁ উপজেলার নির্বাহী কর্মকর্তা শাহিনুর ইসলাম, সদর উপজেলার চেয়ারম্যান এড. আবুল কালাম আজাদ বিশ্বাস, বন্দর উপজেলার চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজা ইয়াসমিন, সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ প্রফেসর বেলা রানী সিংহ প্রমুখ।