চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে যৌন হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। এসময় তারা অভিযুক্ত চিকিৎসক মোস্তফা কামালের শাস্তি ও অপসারণের দাবি জানিয়েছে।
রবিবার সাড়ে ১১টায় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিলের পর প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধনের আয়োজন করে। এতে সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন প্ল্যাকার্ডে যৌন হয়রানি অভিযুক্ত মোস্তফা কামালের শাস্তি চেয়ে অপসারণের দাবি জানান।
উল্লেখ্য, ১০ মার্চ রাত সাড়ে ৮টার দিকে পেটের ব্যথা নিয়ে প্রীতিলতা হলের এক ছাত্রী বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক মোস্তফা কামাল উদ্দেশ্য প্রণোদিত হয়ে যৌন হয়রানি করে বলে অভিযোগ করেন ছাত্রীটি। পরে গত শনিবার বিশ্ববিদ্যালয় প্রোক্টর অফিসে ডা. মোস্তফা কামালের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দেন ওই ছাত্রী।