নিউজ প্রাচ্যের ডান্ডি: রাস্তা থেকে কুঁড়িয়ে আনা অজ্ঞাত (৭০) বৃদ্ধর নিথর দেহ নারায়ণগঞ্জ ১শ’ শয্যা হাসপাতালে পড়ে থাকলেও স্বজনদের কোন খোঁজ পাচ্ছেনা পুলিশ। ফলে বৃদ্ধর মৃতদেহটি এখন লাশ ঘরে রাখতে হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষকে।
শনিবার (২ ডিসেম্বর) সকালে এই ঘটনা ঘটে। সন্ধ্যা পর্যন্ত মৃত বৃদ্ধর স্বজনদের কোন খোঁজ পায়নি পুলিশ।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে সদর মডেল থানার উপ-পরিদর্শক জামাল উদ্দিন নিউজ প্রচ্যের ডান্ডিকে জানান, ‘শনিবার ভোরে কে বা কাহারা অসুস্থ্য অবস্থায় একজন বৃদ্ধকে নারায়ণগঞ্জ ১শ’ শয্যা বিশিষ্ট (ভিক্টোরিয়া) হাসপাতালে ফেলে রেখে চয়ে যায়। পরবর্তীতে এখানকার কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়ে থানায় অবহিত করেন। কিন্তু এখনো মৃত বৃদ্ধের স্বজনদের খোঁজ মিলেনি।’
হাসপাতালে ফেলে যাওয়া বৃদ্ধের স্বজনদের খোঁজার চেষ্টা করা হচ্ছে বলে জানান, এসআই জামাল উদ্দিন।