নিউজ প্রাচ্যের ডান্ডি: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতার কারনে সর্বোচ্চ ১০ মিনিটের ভারী বর্ষনেই তলিয়ে যাচ্ছে নগরী। প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি সর্বত্রই জমে যায় পানি। ফলে চরম দূর্ভোগ পোহাতে হয় জনসাধারনকে।
রবিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে এমনই দূর্ভোগ পোহাতে হয়েছে নগরীর উকিলপাড়া থেকে চাষাড়া পর্যন্ত প্রধান সড়ক দিয়ে চলাচলরত সাধারন পথচারীদের। কয়েকদিনের তীব্র গরমে শান্তির পরশ দিতে দুপুরে ভারী বৃষ্টিপাত হলেও স্বস্তির বৃষ্টিতে তলিয়ে যায় প্রধান সড়ক গুলো।
নগরীর বিভিন্ন স্থানে ঘুরে সরেজমিনে দেখা যায়, অপেক্ষাকৃত নিচু স্থানগুলোতে হাঁটু পরিমাণ পানি জমে গেছে। সেই পানিতে ভাসছে নোংরা-আবর্জনা। বিশেষ করে নগরীর চাষাঢ়া, মিশন পাড়া, খানপুর, জামতলা, দেওভোগ, বাবুরাইলসহ বিভিন্ন এলাকা ও রাস্তায় পানি জমে জলজট সৃষ্টি হয়েছে। এতে যানবাহনে ভোগান্তি বেড়েছে।
এছাড়া নগরীর অধিকাংশ সড়কের পাশে সিটি কর্পোরেশনের ড্রেন ও ওয়াসার পানির সংযোগ লাইনসহ বিভিন্ন উন্নয়ন সংস্থার কাজ চলমান থাকায় খোঁড়া গর্তে পানি জমে সড়কের সঙ্গে সমান হয়ে গেছে। এসব গর্তে পড়ে দুর্ঘটনার আশঙ্কা করছেন পথচারীরা।
সামান্য বৃষ্টিতে একদিকে যেমন রাস্তায় পানি জমে চলাচলের অযোগ্য হয়ে যাচ্ছে, অপরদিকে রিক্সা ভাড়া বেড়েছে কয়েকগুণ। বাজারের নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যও বেড়ে গেছে বৃষ্টির উছিলায়। তাছাড়া ফুটপাতের হকারসহ নি¤œ আয়ের মানুষের আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ায় বৃষ্টি তাদের জন্য আশির্বাদ না হয়ে অভিশাপ হয়ে দেখা দিয়েছে।