নিউজ প্রাচ্যের ডান্ডি: মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রভাতে বাংলার বীর শহীদদের শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেছেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দরা।
সোমবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১০ টায় চাষাড়া বিজয় স্তম্ভে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক এড. মোহসীন মিয়ার নেতৃত্বে পুস্পস্তবক অর্পণ করেন আইনজীবীরা।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি এড. রেজাউল করিম খান রেজা, সহ-সভাপতি এড. আজিজ আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক এড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ এড. নুরুল আমিন মাসুম, ক্রীড়া সম্পাদক এড. আবুল বাশার রুবেল, আপ্যায়ন বিষয়ক সম্পাদক এড. সুমন মিয়া, লাইব্রেরী সম্পাদক এড. এ কে এম ওমর ফারুন নয়ন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এড. নজরুল ইসলাম মাসুম, সমাজ সেবা সম্পাদক এড. শারমীন আক্তার, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক এড. জাহিদুল ইসলাম মুক্তা, কার্যকরী সদস্য এড. আমেনা আক্তার শিল্পী, এড. আল আমিন সবুজ, এড. রফিকুল ইসলাম আনু, এড. রাশেদ ভূইয়া ও এড. আবদুল মান্নান।