নিউজ প্রাচ্যের ডান্ডি, ফতুল্লা প্রতিনিধি: ফতুল্লার কুতুবপুর পাগলা এলাকায় যৌতুকের দাবীতে শাহজাহান মাঝি (৩৬) স্ত্রীকে নির্যাতন করছে। তার এ নির্যাতন সহ্য করতে না পারে ফতুল্লা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে স্ত্রী।
এ অভিযোগ সূত্রে জানান, ফতুল্লার পাগলা বউবাজার এলাকায় দীর্ঘদিন বসবাস করছে মৃত মোক্তার হোসেনের মেয়ে মিনারা বেগম (২৫)। গত ১০ মাস পূর্বে মিনারাকে পাগলা জেলে পাড়া এলাকার জলিল মিয়ার ছেলে শাহজাহান কে বিবাহ করে।
শাহজাহান তার পূর্বের স্ত্রী সন্তান গোপন রেখে মিনারাকে বিয়ে করেছে। বিয়ের পর থেকেই সে মিনারাকে নানাভাবে নির্যাতন করছে শাহজাহান ও তার সতীন । তাদের নির্যাতন সহ্য করতে না পেরে ফতুল্লা মডেল থানায় গতকাল শাহজাহানসহ ৩/৪ জনকে আসামী করে লিখিত অভিযোগহ দায়ের করেছে ।