নিউজ প্রাচ্যের ডান্ডি: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদির জুয়েলকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এড. এইচ এম আনোয়ার প্রধান।
শনিবার (৯ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই প্রতিবাদ জানান।
বিবৃতিতে এড. এইচএম আনোয়ার প্রধান বলেন, ১/১১ সময়ে দলের ক্রান্তিকালের পরীক্ষিত সৈনিক জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক বিপ্লবী সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদির জুয়েলকে এই স্বৈরাচারী সরকারের নীলনক্সা বাস্তবায়নের অংশ হিসেবে গ্রেফতার করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে জুয়েল ভাইয়ের নি:শর্ত মুক্তি দাবী করছি।
প্রসঙ্গত, শুক্রবার (৮ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে ঢাকার রাজারবাগের বাসা থেকে কয়েকজন কর্মীসহ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদির জুয়েলকে গোয়েন্দা পুলিশ ধরে নিয়ে যায়। গত বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহর আদালত থেকে ফেরার সময় দলের কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত হয়েছিলেন জুয়েল।