নিউজ প্রাচ্যের ডান্ডি: নগরীর ফুটপাতে উচ্ছেদের শিকার হকারদের আন্দোলনে সমর্থন জানিয়ে তাদের সাহস জুগিয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা এড. তৈমূর আলম খন্দকার।
শনিবার (৩০ ডিসেম্বর) সকাল ১১ টায় চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে নারায়ণগঞ্জ জেলা হকার সংগ্রাম পরিষদ আয়োজিত এক বিক্ষোভ সমাবেশের সময় তৈমূর আলম খন্দকার উপস্থিত হয়ে হকারদের আন্দোলনে সমর্থন জানান।
এ সময় তিনি বলেন, হকারদের পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা বেআইনী, তাই তাদের এই আন্দোলন সঠিক। কোনো দলের হয়ে নয়, আমি হকারদের সার্বিক আন্দোলনে সম্মতি জানাচ্ছি।
তৈমূর আলম মেয়র এমপি ডিসি ও এসপির কাছে অনুরোধ জানিয়ে বলেন, ‘হকাররাও মানুষ। আপনাদের যেমন পরিবার রয়েছে তেমনি তাদেরও আছে, তাদেরও দু’বেলা ভাত খেতে হয়, বাসস্থান লাগে, জামা-কাপড় লাগে। তাই আগে তাদের পুনর্বাসন করে তারপর উচ্ছেদ করেন।’
তিনি আরো বলেন, ‘আমি হকারদের আন্দোলনে সমর্থন জানানোর জন্যেই শহীদ মিনারে এসেছি। আপনাদের ভয়ের কারন নেই। সংবিধান মোতাবেক আপনাদের আন্দোলন সঠিক। আমি দেশনেত্রী খালেদা জিয়ার পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে আপনাদের আন্দোলনে সমর্থন জানাচ্ছি।’