নিউজ প্রাচ্যের ডান্ডি: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মেয়র ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ডা: সেলিনা হায়াত হঠাৎ অসুস্থ্য হয়ে পড়েছেন।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) দুপুর সোয়া টায় এই ঘটনা ঘটে। পরবর্তীতে নগর ভবন থেকে তাকে দ্রুত এ্যাম্বুলেন্সে করে ঢাকার স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
নাসিক সূত্রে জানাগেছে, মেয়র এদিন মঙ্গলবারের সংঘাতে আহত সাংবাদিক শরীফ উদ্দিন সবুজের শারিরীক অবস্থার খোঁজখবর নিয়ে নগর ভবনে আসার পর নিজেও অসুস্থ্যবোধ করেন। এরপর দ্রুত তাকে এ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য, মেয়র আইভী নিজেও হকার ইস্যুতে সংঘর্ষের ঘটনায় পায়ে আঘাতপ্রাপ্ত হয়েছিলেন।