নিউজ প্রাচ্যের ডান্ডি, সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: ফতুল্লায় হলি উইলস মর্ডান স্কুলে আনন্দঘন চকোলেট উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে ফতুল্লার কাইমপুর এলাকায় স্কুল প্রঙ্গনে ছাত্রছাত্রীদের মাঝে এ চকোলেট উৎসব অনুষ্ঠিত হয়।
ফতুল্লা থানা যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফাইজুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা তাসনিম জেবিন বিনতে শেখ।
এতে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার শিক্ষা কর্মকর্তা মনিরুল হক, বিশিষ্ঠ সাংবাদিক সালাম জোবায়ের, সমাজসেবক আব্দুর রহমান, হাজী মনির হোসেন, আব্দুল কাদির, হাজী সাইদুল আলম ও আলহাজ্ব রফিকুল ইসলাম প্রমূখ।