নিউজ প্রাচ্যের ডান্ডি: ডুবছে হাওরবাসী, আমরা জাগবো না? দূর্গত হাওরবাসীর পাশে দাঁড়োনোর দৃঢ় প্রত্যয় নিয়ে হাওর অঞ্চলের প্রকৃতিক বিপর্যয়ের স্থায়ী সমাধানের দাবিতে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট ২৭মে (বৃহস্পতিবার) বিকাল ৫টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনের সামনে মানববন্ধন পালন করেন।
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট এর উপদেষ্টা রফিউর রাব্বি উক্ত মানববন্ধনে বলেন, হাওরবাসী আজ চরম দূর্ভোগের শিকার। প্রথমেই তাদেরকে এই প্রকৃতিক দূর্যোগ থেকে আমাদেরকে রক্ষা করতে হবে এবং বাঁচাতে হবে। হাওর বাঁচলে আমরাও বাঁচবো। আমাদের বাংলাদেশের সবচেয়ে সুখ ও সমৃদ্ধির অঞ্চল হলো এই হাওর অঞ্চল। প্রকৃতিক এই দূর্যোগ এর ফলে হাওরবাসীর কান্নায় যেন আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। সরকারের প্রতি অনুরোধ জানাই অবিলম্বে প্রকৃতিক দূর্যোগে পরা এই হাওরবাসীর জন্য যথাযত ত্রানসামগ্রি সহ সকল সুযোগ সুবিদা যেন তাদের জন্য প্রদান করা হয়। যে কোন ভাবেই হোক এই হাওর বাসীদেরকে রক্ষা করুন। উক্ত মানববন্ধনে এ সময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি এড. জিয়াউল ইসলাম, সহ-সভাপতি কমল আকাশ, ওয়াকার্স পার্টির কেন্দ্রয়ি কমিটির সদস্য, জাকির হোসেন, জেলা ন্যাপ এর সাধারন সম্পাদক এড. আওলাদ হোসেন, না:গঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক শরীফ উদ্দিন সবুজ, কমিউনিষ্ট পার্টির জেলার আহবায়ক বিমল কান্তি দাস, বাসদ সমন্বয়ক নিখিল দাস, জেলা সাংস্কৃতিক জোটের উপদেষ্টা আব্দুর রহমান, নাগরিক কমিটির সহ-সভাপতি এ,বি সিদ্দিক সহ প্রমূখ।