রাজধানীর নিউমার্কেট এলাকায় মাস্ক সম্পর্কে উদাসীন থাকায় বেশ কয়েকজনকে জরিমানা করা হয়েছে। এসময় ভুলে গেছি, ধুয়ে দিয়েছিসহ নানা অজুহাতে জরিমানা করে ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবানা তানজিন এর ভ্রাম্যমান আদালত।
দেশে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় মন্ত্রিপরিষদ বিভাগ ১০ জানুয়ারি ১১টি বিধিনিষেধ জারি করে। ১৩ জানুয়ারি থেকে এটি কার্যকর হয়েছে। সরকারি বিধিনিষেধের ১৩তম দিন আজ। এ নির্দেশনা কার্যকর করতে ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানো হয়।
এসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা যায়, এক নারী হিজাব পরা অবস্থায় ভিতরে মাস্ক না পরায় তাকে প্রশ্নবিদ্ধ হতে হয়। পরবর্তীতে উপস্থিত ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেয়া ম্যাজিস্ট্রেট তাকে হিজাবের ভেতর মাস্ক পরার নির্দেশনা দেন।