নিউজ প্রাচ্যের ডান্ডি: বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নারায়ণগঞ্জ মহানগর শাখার ২ বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি।
শুক্রবার (২১ আগষ্ট) দুপুরে নারায়ণগঞ্জ মহানগর শাখার নবনির্বাচিত সভাপতি খোকন সাহা ও সাধারন সম্পাদক শোভন দাসের নিকট পূর্ণাঙ্গ কমিটির তালিকা হস্তান্তর করেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব এড. গোবিন্দ চন্দ্র প্রামাণিক।
এসময় উপস্থিত ছিলেন, জাতীয় হিন্দু মহাজোট নারায়ণগঞ্জ মহানগর কমিটির সিনিয়র উপদেষ্টা নয়ন সাহা, সিনিয়র সহ-সভাপতি উত্তম দাস, সাংগঠনিক সম্পাদক সুরুজ দাস, কোষাধ্যক্ষ মানিক দাস প্রমুখ।
এরপর বিকেলে ঢাকাস্থ দক্ষিণ কেরাণীগঞ্জ কাউটাইল এলাকায় স্থাপিত ইসকন্ মন্দিরে নারায়ণগঞ্জ মহানগর শাখার নেতৃবৃন্দদের নিয়ে নগদ ৫০ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করেন, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব এড. গোবিন্দ চন্দ্র প্রামাণিক।
তারপর ইসকন্ মন্দিরের কয়েকশ গজ দূরে অবস্থিত সাধক চিন্তাহরন পরিচালিত শ্রীশ্রী রক্ষা কালী ও শিব মন্দির নির্মান কল্পে জায়গা পরিদর্শন করেন নেতৃবৃন্দরা।