নিউজ প্রাচ্যের ডান্ডি: বিনা রিং, বিনা অপারেশনে হৃদরোগ প্রতিরোধ ও প্রতিকারে সাওল হার্ট সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় নগরীর ১৬৬ বিবি রোডস্থ স্টারস্ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় সাওল হার্ট সেমিনার।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সৈয়দপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের সভাপতি হাজী মোঃ জসিম উদ্দিন।
অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, সাওল হার্ট সেন্টার বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা কবি মোহন রায়হান।
সাওল হার্ট সেন্টার বাংলাদেশের প্রতিষ্ঠাতা কবি মোহন রায়হান বলেন, হার্টের সমস্যার রোগী সারা বিশ্বে রয়েছে। হার্টের রোগ সম্পর্কে আমাদেরকে আরো বেশী সচেতন হতে হবে। হার্টের রোগ প্রতিকারের বিষয়টি আমাদের সামাজিক আন্দোলন হিসেবে দেখতে হবে। সাওল হার্ট সেন্টারের প্রধান কার্যালয় ভারতের দিল্লিতে অবস্থিত। আমরা বিনা রিং ও বিনা অপারেশনে হার্টের চিকিৎসা করে থাকি। আমাদের রয়েছে প্যাথলজিক্যাল ল্যাব, রয়েছে রোগীদের জন্য থাকার ব্যবস্থা সহ নানাবিধ সুযোগ সুবিদা।
অনুষ্ঠানে এ সময় আরো উপস্থিত ছিলেন, সাওল হার্ট সেন্টারের নারায়ণগঞ্জ প্রতিনিধি মোঃ মাসুদ, সাওল হার্ট সেন্টার বাংলাদেশ এর কনসালটেন্ট ডাঃ ফারহান আহমেদ অন্যান্য কর্মকর্তাগন। সেমিনারে সাওল হার্ট সেন্টার ভারত এর প্রতিষ্ঠাতা ডাঃ বিমল ছাজের হৃদরোগের প্রতিকার বিষয়ক সেমিনারে একটি সংক্ষিপ্ত ভিডিও প্রদর্শন করেন।
অনুষ্ঠানে নির্ধারিত বিষয়ে বিস্তারিত আলোচনা ও অংশগ্রহনকারীদের প্রশ্নত্তোর পর্বের উত্তর দেন সাওল হার্ট সেন্টার বাংলাদেশ এর কনসালটেস্ট ডাঃ ফারহান আহমেদ। এ ছাড়া বিনা তেলে স্বাস্থ্যসম্মত খাবার রান্না প্রশিক্ষন সম্পর্কে অবগত করা হয়।