নিউজ প্রাচ্যের ডান্ডি: বাংলাদেশ হোসিয়ারী এ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ এপ্রিল) বিকেলে নগরীর মিশনপাড়ায় হোসিয়ারী সমিতি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় পুরানো কমিটি নব নির্বাচিত কমিটির কাছে দায়িত্বভার হস্তান্তর করেন।
নতুন সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহনকালে আতাউর রহমান বলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমানের সাথে আলোচনা করে হোসিয়ারী ব্যবসায়ীদের সকল সমস্যা সমাধানের চেষ্টা করবো। বাংলাদেশের ঐতিহ্যবাহী হোসিয়ারী শিল্পে মালিক-শ্রমিক সু-সম্পর্ক স্থাপনের মাধ্যমে ব্যবসায়িক সমৃদ্ধি বৃদ্ধিতে কাজ করে যাবো। আর এ জন্য সকলের সহযোগিতা কামনা করছি।
নব গঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি (জেনারেল) মো: কবির হোসেন, (এসোসিয়েট) মো: নাছির শেখ, পরিচালক (জেনারেল গ্রুপ) নাজমুল আলম সজল, হাজী আলী আহম্মদ শেখ, আব্দুল হাই, মনির শেখ, আতাউর রহমান, সুশান্ত পাল চৌধুরী, সাব্বির আহম্মেদ সাগর, বেদিনাথ পোদ্দার, আমির উল্লাহ রতন, সাখাওয়াত হোসেন সুমন, (এসোসিয়েট গ্রুপ) নাসিম আহম্মেদ, আদিল হাওলাদার, আতাউর রহমান, শাহীন হোসেন, সফিউদ্দিন সোহেল।
গত ২০ মার্চ এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ছিলেন আরিফ আলম দিপু, সদস্য শামীম আহম্মেদ, হুমায়ুন খান কবির শিল্পী। আপিল বোর্ডের চেয়ারম্যান ছিলেন, জিএম ফারুক, সদস্য এড. মাসুদ উর রউফ, ফারুক বিন ইউসুফ পাপ্পু।